ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চরটেপুরাকান্দি খাজা ফকির আবদুল খালেক আল চিশতী নিজামী (দরবারে খালেকিয়া) ৫দিন ব্যাপি ১৭তম বার্ষিক ওরশ ১৫নভেম্বর বৃহস্পতিবার বাদ যোহর থেকে শুরু হয়েছে।
ওরশের প্রথম দিন বাদ যোহর মিলাদ মাহফিল ও এলমে তাসওয়াফ এর উপর আলোচনা শেষে তবারক বিতরন এবং রাতে ভক্তিমূলক গান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শুক্রবার রাত ৮টায় বিচার গান গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পি সিরাজ দেওয়ান ঝিটকা শরিফ বনাম সালমা সরকার দরবারে খালেকিয়া ফরিদপুর,তৃতিয় দিন শনিবার রাত ৮টায় গান পরিবেশন করবেন ছাত্তার সরকার সিংগাইর বনাম সুমি রানী ঢাকা,৪র্থ দিন রবিবার রাত টায় গান পরিবেশন করবেন মানিক দেওয়ান ঢাকা বনাম চন্দ্রা আক্তার ,ফরিদপুর ,৫ম দিন সোমবার রাত ৮টায় গান পরিবেশন করবেন হেলাল সরকার মানিকগঞ্জ বনাম তাসলিমা রহমান মায়া রানী ঢাকা।দরবারে খালেকিয়া খাদেম রমিজ শেখ এ তথ্য জানান। এদিকে ওরশ উপলক্ষে দরবার প্রাঙ্গনে বিশাল মেলা আয়োজন করা হয়েছে ,মেলায় নাগরদোলা সহ বিভিন্ন পূর্ন সামগ্রীর দোকান বসেছে।
