বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় আধুনিক টেকনিক্যাল নির্ভর ক্যাবল অপারেশন প্রতিষ্ঠান এইম ক্যাবল নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় বনপাড়াস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে পৌর মেয়র কেএম জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্ক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আজিজুল হক বাবু, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান, স্থানীয় কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমুখ।
