জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শিশুসহ ৪১ জন নারী -পুরুষকে আটক করেছে । এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।
শুক্রবার (১৬ নভেম্বর ) সকালে শিকড়ী ও দৌলতপুর গ্রামের মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের বাড়ী চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ফরিদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও শিকড়ী গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন সংগীয় ফোর্স নিয়ে শিকড়ী গ্রামের মাঠের মধ্যে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ, ৯ নারী ও ৯ জন শিশুকে আটক করে।
২১ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ৪১ জন নারী-পুুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
প্রেরকঃ জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি, মোবাঃ ০১৯৬৩৫৯৫০৯১, তাং ১৬.১১.১৮ ইং

