মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ওই সভার আয়োজন করে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরা, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী প্রমুখ।

