স্বতন্ত্র প্রার্থী হলেন আ’লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৬, ২০১৮

স্বতন্ত্র প্রার্থী হলেন আ’লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স¦তন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতীতে তার নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিং এর সময় এ ঘোষণা দেন।এ সময় তার সমর্থকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

তবে এর আগেই জানা যায় লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার তিনি আনুষ্ঠানিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। সে লক্ষ্যে লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকরা মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সংগ্রহ করেছেন। সকালে তিনি কালিহাতী উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে চা-চক্রে অংশ নেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামীলীগের কয়েকজন প্রভাবশালী নেতা বলেন, আমরা লতিফ সিদ্দিকীর লোক তাই লতিফ সিদ্দিকী যে প্রতীকেই নির্বাচন করুক আমরা তার পক্ষেই মাঠে কাজ করবো। 

অপরদিকে, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ হাছান ইমাম খান সোহেল হাজারীকে মনোনয়ন দেয়ায় রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় তার কর্মী সমর্থকরা মিষ্টি বিতরণ করেন। 


Post Top Ad

Responsive Ads Here