দোয়ারায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু ঘাতক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৬, ২০১৮

দোয়ারায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু ঘাতক আটক

হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারায় আলাউর রহমান রনি নামে (৩০) যুবকের  ছুরিকাঘাতে মৃত্যু হয়।  তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগার পাড় বড়ময়দান গ্রামের মুক্তিযোদ্ধা রইছ আলীর পুত্র। জানা যায় মেয়ে সংক্রান্ত বিষয়াদী নিয়ে বেশ কিছু দিন যাবত তাদের মাঝে কথা কাটাকাটি হয়।

এলাকা সুত্রমতে লাফাজ কোচিংসেন্টারের এক শিক্ষিকাকে স্কুলে আসা যাওয়ার পথে নানা ভাবে উত্যক্ত করত সালে আহমদ। এতে বিরক্ত হয়ে শিক্ষিকা আলাউর রহমান রনির কাছে বিছার প্রার্থী হলে, রবিবার সকাল ১০ টায় আলাউর রহমান রনি সালে আহমদ কে শিক্ষিকার উত্যক্ত করার  ব্যাপারে কথা বলতে চাইলে ঘাতক সালে আহমদ তার সাথে থাকা ছুরি দিয়ে তার নিজ বাড়ির উঠানে এলোপাথারী আঘাত করতে থাকে আলাউর রহমান রনিকে  এতে গুরুতর আহত হলে তাকে মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। একই গ্রামের নুরুল হকের পুত্র সালে আহমদ। ঘটনার সাথে সাথে এলাকাবাসী ঘাতক সালে আহমদ কে আটক করে দোয়ারাবাজার থানায় সংবাদ দিলে দোয়ারাবার থানা ওসি তদন্ত্র বেলায়েত হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ নিয়ে ঘটনার স্থল তার নিজ বাড়ি থেকে ঘাতক সালে আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান বখাটে সালে আহমদকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত্রের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাটানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here