রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম-ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙ্গন প্রতিরোধে কুড়িগ্রামের রাজিবপুরে মানব বন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (২৪ নভেম্বর) বেলা ৩ টায় উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগন এই মানব বন্ধনে অংশ করে।
বর্ষায় শুরু হওয়া নদী ভাঙ্গন অব্যাহত থাকায় মোহনগঞ্জ ইউনিয়নটি ৯০ শতাংশ ব্রহ্মপুত্র নদী গর্ভে চলে গেছে। অবশিষ্ট অংশটুকু এই শীতের মৌসুমেও বিলিন হতে যাচ্ছে। দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ গুলো। রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, জমি-জমা হাড়িয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো কোন উপায়ান্ত না পেয়ে বার বার মানব বন্ধন অব্যাহত রেখেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ^াসের বানী কোন কাজেই আসছে না।
মোহনগঞ্জ ইউনিয়নের আয়োজনে হাজার হাজার মানুষ নদীর তীরে মানব বন্ধন করে। নদী ভাঙ্গনের স্থায়ী প্রতিরোধের দাবি জানায়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ সালাম তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক বিডিআর, বিএনপি নেতা আঃ মতিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।