বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিস কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ৩ শতাধিক ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে সমিতির পরিচালিত বনপাড়াস্থ ডায়াবেটিস হাসপাতালে এই সেবা প্রদান করা হয়। ‘জানো এবং জানাও’ দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডায়াবেটিস সচেতনতা বাড়াতে মাসব্যাপী পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের কর্মসূচী হাতে নিয়েছে সমিতি কর্তৃপক্ষ। দিবস পালন উপলক্ষে সমিতি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, সদস্য মজিবুর রহমান, ডা. মঞ্জুর রহমান, ডা. নাজনীন আক্তার রিপা, ল্যাব টেকনিশিয়ান নজরুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমূখ।

