ফরিদপুর প্রতিনিধি
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়নের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ঢাকা-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সোমবার সকাল ১০টা থেকে জেলার নগরকান্দার জয়বাংলার মোড়ে উপজেলা আওয়ামীলীগ ও সৈয়দা সাজেদা চৌধুরীর অনুসারীরা মহাসড়কে টায়ার জ¦ালয়ে ও গাছ ফেলে অবরোধ করে রাখে।
এসময় সাজেদা চৌধুরীতে মনোনয়ন দেওয়ার দাবীতে মহাসড়কে বিক্ষোভ করে।
সড়ক অবরোধ ও বিক্ষোভ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুমান আরা প্রমুখ।
এসময় বক্তারা সৈয়দা সাজেদা চৌধুরীর মনোনয়ন না পাওয়া পর্যন্ত তাদের কর্মসুচি চলবে বলে জানায়। এসময় মহাসড়কের দুপাশে শতশত যানবহন আটকা পরে। এর আগে গত রবিবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মিরা বিক্ষোভ শুরু করে যা এখনো চলমান।