মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি-রাঙামাটি শহরে পুলিশ অভিযান চালিয়ে মিন্টু চাকমা (৩৬) নামের এক পাহাড়ি যুবককে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার ড্রিমওয়ে আবাসিক বোর্ডি থেকে তাকে আটক করা হয়।
আটক মিন্টু নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকার পদ্মা মোহন চাকমার ছেলে। এসময় তার কাছ থেকে এক লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জিয়াউল জানান- পুরো জেলায় নিরাপত্তা জোর করা হয়েছে। আর এ ধারাবাহিকতায় জেলা শহরে অভিযান চালিয়ে মিন্টু নামের এক যুবককে চোলাই মদসহ আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

