ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ন ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী প্রাকৃতিক দুর্যোগ সচেতনতা বিষয়কের উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদ অফিসের আয়োজনে ও বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির(জাইকা) সহযোগিতায় এই প্রশিক্ষন প্রদান করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী প্রভাংশ সোম মহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ, সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ সাইফুজ্জামান, উপজেলা প্রশাসনিক অফিসার মোসলেম উদ্দিন, উপজেলা ডেভোলপমেন্ট সহায়ক আব্দুর রউফ প্রমুখ।
প্রশিক্ষন কর্মসূচিতে দিনব্যাপী উপজেলার চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রীদেরকে প্রাকৃতিক দুর্যোগ সচেতনতা বিষয়কের উপর ফরিদপুর ফায়ার সাির্ভস, পুলিশ প্রশাসন ও বিদুৎ বিভাগ থেকে প্রশিক্ষন প্রদান করা হয়।

