ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মৎস চাষী ও মৎস জীবিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদ অফিসের আয়োজনে ও জাইকার সহযোগিতায় এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মসূচির প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী মোঃ আব্দুর রশিদ।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী প্রভাংশ সোম মহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোঃ মনিরুল হক, ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রশাসনিক অফিসার মোসলেম উদ্দিন, উপজেলা ডেভোলপমেন্ট সহায়ক আব্দুর রউফ প্রমুখ।
প্রশিক্ষন কর্মসূচিতে উপজলোর বিভিন্ন স্থান থেকে মৎস চাষী ও মৎস জীবিরা অংশ নেয়।

