মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিল সহ আশরাফুল ইসলাম কালু ও খাইরুল ইসলাম নামের ২ জনকে আটক করা হয়েছে। আটক আশরাফুল ইসলাম কালু মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং খাইরুল ইসলাম একই গ্রামের একরাম উদ্দীনের ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত জানান, সোমবার দিবাগত রাতে গোপন সুত্রে খবর পেয়ে সদর উপজেলার হরিরামপুর গ্রামের ক্লাব ঘর এলাকা থেকে আশরাফুল ইসলাম কালু ও খাইরুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানার একটি মামলা হয়েছে।

