আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের বাহুবলে মাটি ভর্তি ট্রাক চাপায় সিয়াম মিয়া (৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।নিহত স্কুল ছাত্র উপজেলার কবিরপুর গ্রামের শিক্ষক ইউসুপ আলীর ছেলে।
শনিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।সে স্থানীয় সৃজন বিদ্যাপীট কিন্ডারগার্টেনের ১ম শ্রেণীর ছাত্র।নিহত স্কুল ছাত্রের পিতাও ওই স্কুলের শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে বাহুবল থেকে মিরপুর গামী একটি মাটি বোঝাই ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৫৭০৪) স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতা প্রায় ৪০ মিনিটের মতো অবরোধ করে রাখে এবং ট্রাক চালককে আটক করে উত্তম-মধ্যম দেয়।আটককৃত ট্রাক চালক উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উল্লার ছেলে আব্দুল হান্নান (৩৫)।
খবর পেয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, আমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং ঘাতক ট্রাকটিও আটক করা হয়েছে।

