ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব এইডস দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ০১, ২০১৮

ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব এইডস দিবস পালিত


ফরিদপুর প্রতিনিধি
“এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন” এ প্রতিাপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের ঝিলটুলী এলাকার ব্রহ্মসমাজ সড়কে অবস্থিত সিভিল সার্জনে কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া শোভাযাত্রার উদ্বোধন করেন। 
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে গিয়ে  শেষ হয়।

পরে ফরিদপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেন, ডা. ঊষারঞ্জন চক্রবর্তী, ডা. এএইচ সায়াদ প্রমুখ।

বক্তারা বলেন, এইডস একটি প্রাণঘাতি রোগ। এ থেকে পরিত্রাণ পেতে ধর্মীয় বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তারা বলেন, এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করতে সম্মিলিত উদ্যাগ নিতে হবে।

Post Top Ad

Responsive Ads Here