ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর এলজিইডির জেলা ই-জিপির টেন্ডার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সম্মেলন কক্ষে এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস ছালাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ই-জিপির টেন্ডার ফোরামের ওয়াল্ড ব্যাংক প্রতিনিধি জাফরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান ও ইসতিয়াক সিদ্দিক ওয়াল্ড ব্যাংক টেন্ডার স্পেশালিষ্ট। এ সময়
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভুইঁয়া, গণপূর্ত বিভাগের প্রকৌশলী জিয়াউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ওয়াহিদুজ্জান, নিবাহী প্রকৌশলী বিমল কুমার দাশ, পিন্টু সাহা, ঠিকাদার আবুল কালাম, এমার হক, মোশারফ হোসেন লিপু, মোঃ আকতার হোসেন প্রমূখ।
প্রধান অথিতির বক্তব্যে জাফরুল ইসলাম বলেন, টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ প্রভাব মূক্ত করতে সরকার ই-জিপি সিস্টেম চালু করেছে। ওয়াল্ড ব্যাংকের প্রকল্প হিসাবে প্রথমে ই-জিপি শুরু হলেও এটি এখন নিজের পায়ে দাড়িয়েছে বাংলাদেশে।#