নাহিদ হোসেননাটোর প্রতিনিধি : আওয়ামীলীগ থেকে এক প্রার্থী হওয়ায় নাটোরের লালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল সমর্থকরা।
শুক্রবার বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী, গোপালপুর পৌর সভায় পৌর আওয়ামীলীগ সভাপতি রোখসানা মোর্তুজা লিলি ওজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন রিপন এবং দুয়ারিয়া ইউনিয়নে থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য আতাউর রহমান জার্জিসের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,¡ বাগাতিপাড়া তাতীলীগ সভাপতি শামসুজ্জামান মোহন, লালপুর উপজেলা তাতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, গোপালপুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকফয়সাল তৌহিদ তরঙ্গ, যুবলীগ নেতা কুদরত ই খুদা পনির, আফজাল হোসেন লিটন, সজল প্রমুখ।