ফরিদপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর-২০১৮ সোমবার ফরিদপুর জেলার তরুণ সংগঠক, চিত্রশিল্পী, কবি ও সাংবাদিক বিজয় পোদ্দারের ৪১তম জন্ম বার্ষিকী ।
দিনটি পালন উপলক্ষ্যে শহরের শোভারামপুরস্থ শিবাজী নিকেতনে আজকের প্রজন্ম ও শিবাজী নিকেতন তার পরিবারের সাথে দিনটি উদযাপন করবে।
এছাড়া তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উজানী পোদ্দার বাড়িতে মন্দিরে প্রার্থনা ও শিশুদের মাঝে খাবার বিতরণ করবে পরিবারের সদস্যরা। তার জীবন ও পরিবারের শুভ কামনায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন, মানবাধিকার কমিশন শহর কমিটি, কবি সাত্তার গুমানী স্মৃতি পরিষদ, সত্য ন্যায় সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।