এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধি-বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে প্রচেষ্টা অব্যাহত থাকিলেও এখনো কাঠামোগত নানামূখী সংকটে রয়েছে ধর্মীয় শিক্ষা সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান পাঠান পাড়া এম.ইউ আলিম মাদ্রাসা।
জানা গেছে, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের ধর্মী শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৮৪ সালে পাঠানপাড়া এম.ইউ আলিম মাদ্রাসা স্থাপিত হয়। এরপর শিক্ষকদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবহেলিত এলাকার জীবন মান উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসে। কিন্তু মাদ্রাসাটি শিক্ষা প্রদানের মাধ্যমে সাফল্য ও সুনাম কুড়ালেও ভবন, ব্রেঞ্চ, ডিজিটাল কম্পিউটার ল্যাব না থাকায় মানসম্মত পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। বর্তমানে মাদ্রাসাটিতে প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫শত ৫৫ জন। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করলে তেমন কোন সুফল হয়নি। মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন জানান, “কাঠামোগত উন্নয়ন না থাকায় মানসম্মত পাঠদানে হিমসিম খেতে হচ্ছে। আমাদের শিক্ষার মান সন্তষজনক রয়েছে। এসব বিষয়ে সহযোগিতা পেলে আরোও উন্নত শিক্ষা প্রদানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”