হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্র নিহত;মহাসড়কের অবরোধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ০১, ২০১৮

হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্র নিহত;মহাসড়কের অবরোধ

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যান চাপায় হাসান মিয়া (৭)  নামের এক স্কুল ছাত্রের নিহত। পিকআপ ভ্যান চালককে আটক করেছে জনতা।শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত হাসান উপজেলার চারগাঁও গ্রামের আব্দুল মতিনের পুত্র এবং স্থানীয় তগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।এ সময় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ঘন্টা  অবরোধ করে রাখে। 

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা  ৬ টায় হাসান বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হবার সময় পুটিজুরী থেকে আসা মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৮২৩৯) তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার ঘাতক পিকআপ ভ্যান পালিয়ে গেলেও মহাসড়কের শায়েস্তাগঞ্জে ব্রীজের নিকট জনতার হাতে আটক পড়ে । কিন্তু চালক পালিয়ে যায়।ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে।তাৎক্ষনিক খবর পেয়ে বাহুবল উপজেলা নিবার্হী অফিসার মোঃ জসীম উদ্দিন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে মহাসড়কের যান চলাচল  এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

Post Top Ad

Responsive Ads Here