নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রোববার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০১৮ ইং পালিত হয়েছে।
এ উপলক্ষে বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের মেইন রোড প্রদক্ষিনের পর উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন। চরভদ্রাসন থানার ওসি তদন্ত মোঃ সফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ ডাঃ জয়নূল আবেদীনের সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও সাহিত্যিক হাফিজ আল-ফারুকী প্রমূখ।