নাইম হাসান-জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ২০১১/১২ সেশনের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী সিরাত ও জুনায়েদ ঔককঘওট জঅউওঙ নামে তৈরি করেছেন ইন্টারনেট ভিত্তিক রেডিও স্টেশন।
বি এস সি ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ ব্যাবহারিক ও ভাইভা পরীক্ষার মাধ্যমে তারা তাদের এই ফাইনাল প্রজেক্ট টি প্রদর্শন করেছে ।
JKKNIU RADIO নামের এই প্রজেক্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যাম্পাস রেডিও স্থাপন করা যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদ বিনোদন , প্রোগ্রাম ,ও গুরুত্বপুর্ণ তথ্য সম্প্রচার করা যায়।এই ইন্টারনেট রেডিও তৈরির প্রধান সুবিধা হচ্ছে ক্যাম্পাসের বর্তমান,সাবেক স্টুডেন্টরা যে যেখানেই থাকুক না কেন সহজেই তারা তাদের কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে এই ক্যম্পাস রেডিও শুনতে পারবে। তার জন্য প্রয়োজন শুধুমাত্র ইন্টারনেট কানেকশন।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের গুরুত্বপুর্ণ তথ্য সকল শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ,ভর্তিচ্ছু শিক্ষার্থী সহ সকলের কাছে সহজেই পৌঁছে দিতে পারবে ।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো মাহবুবুর রহমান জনি এর তত্ত্বাবধানে তৈরি প্রজেক্টির নাম হচ্ছে
FM TRANSMITTER AND INTERNET RADIO TECHNOLOGY FOR CAMPUS RADIO.
প্রজেক্ট মেম্বার কামরুজ্জামান জোনায়েদ সময় সংবাদ কে জানান, আমরা যদি প্রজেক্ট টি ক্যাম্পাসে চালু করতে চাই তাহলে আমাদের একটি সাউন্ডপ্রুভ রোম , একটি কম্পিউটার সহ কিছু আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে ,এই বিষয়টি যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করে তাহলে অবশ্যই আমরা আরো ভালো কিছু দিতে পারব ।
অপর প্রজেক্ট মেম্বার সৈয়দ সিরাত উল্লাহ সময় সংবাদ কে জানান রেডিও টিতে বিনোদন,সংবাদ সহ টকশো জাতীয় অনুষ্ঠান হবে । এছাড়া সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার ইচ্ছা আছে যেখানে ক্যাম্পাসের যে কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে । তিনি আরোও বলেন প্রতি মাসে একদিন ক্যারিয়ার আড্ডা হবে যেখানে উপস্থিত থাকবেন দেশের সফল কিছু উদ্যোক্তা ।
ইন্টারনেট রেডিও এর এড্রেসটি হচ্ছে
এন্ড্রয়েড এপ্লিকেশনটি ডাউনলোড করার এড্রেসটি হচ্ছে