জাহিদ হাসান,সরিষাবাড়ী (জামালপুর)- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের উদ্ধোগে “শস্য নিবিড়তা বৃদ্ধিতে বালাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত নাবী রোপোনোযোগী বোরো ধান ,তেল ও ডাল ফসল চাষে উদ্ভুদ্ধ করন ও উৎপাদনের কৌশলের” উপর কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
গত মঙ্গলবার উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন কক্ষে এসআরএসডি প্রকল্পের অর্থায়নে ১০০ জন কৃষক ও ১২ জন উপসহকারি কৃষি কর্মকর্তাকে এ প্রশিক্ষন প্রদান করা হয় । উক্ত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ ,অতিরিক্ত পরিচালক,ময়মনসিংহ অঞ্চল,ময়মনসিংহ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,কৃষিবিদ ডঃ মোঃ আব্দূল মালেক সিএসও বিনা ময়মনসিংহ , কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম,উপ-পরিচালক,ডিএ,ই, খামারবাড়ী,জামালপুর এবং,ডঃ রীমা আশরাফী (এসএসও) ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র, জামালপুর । আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাবরিনা আফরিন এবং উম্মে তামিমা প্রমুখ ।

