নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিকদের বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৯, ২০১৮

নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিকদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি-মজুরি বৃদ্ধি ৭ দফা দাবীতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের আটটি কৃষি খামারের শ্রমিকরা।

 রবিবার সকালে বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণা কৃষি খামারে এই কর্মসূচি পালিত হয়। শ্রমিকরা জানান, সারাদিন কাজ করে তারা মাত্র ২০০  ও ২১০ টাকা মজুরি পান । সম্প্রতি তার পরিবর্তন করে ২৫০ টাকা এবং ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই টাকা জীবন নির্বাহের জন্য মোটেও যুক্তিযুক্ত নয়। তাই তা প্রত্যাখান করে মজুরি ৪৫০ টাকা থেকে ৫শ টাকা মজুরী নির্ধারণ করার জন্য মিল কর্তৃপক্ষের কাছে দাবী জানান তারা । এই দাবী না মানলে আগামী ১৭ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

Post Top Ad

Responsive Ads Here