ঝিনাইদহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এ্যাড. আব্দুর রশিদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ২৩, ২০১৯

ঝিনাইদহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এ্যাড. আব্দুর রশিদ

ঝিনাইদহ প্রতিনিধি :আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে লড়তে চান সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আব্দুর রশিদ। তিনি পেশায় আইনজীবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এজন্য প্রতিনিয়ত শহর, গ্রামগঞ্জে চালাচ্ছেন গণসংযোগ।

আব্দুর রশিদ বলেন, যেহেতু তিনি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং সাংগঠনিক দায়িত্বে আছি তাই দলের কাছে মনোনয়ন চাইবেন।
সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম। তার সময়ে সদর উপজেলায় তেমন কোন উন্নয়ন চোখে পড়েনি। এ্যাড. আব্দুর রশিদ এর বাড়ি সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়র থেকে ম্যাট্রিকুলেশনে প্রথম বিভাগে পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ ও এল.এল.বি ডিগ্রী অর্জন করেন। ছাত্রজীবন থেকেই ১৯৬৮ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে সর্ম্পৃক্ত থেকে পরবর্র্তিতে ১৯৮৩ সাল থেকে ২০০৬ পর্যন্ত জেলা কৃষকলীগ সভাপতি, ১৯৮৭ সাল থেকে আওয়ামী লীগের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২০১৮ সাল থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে ২০০৯সাল থেকে সরকারি পিপি হিসাবে ঝিনাইদহ জেলা দায়রা ও জজ আদালতে দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৬৯ সালে গণআন্দোলনে, ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এই বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। এছাড়াও নব্বইয়ের গণঅভ্যুথান. বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলন, ওয়ান ইলেভেনের ক্রান্তিকালে গণতন্ত্র পুনরোদ্ধার, জনমত গঠন ও দলকে সুসংগঠিত অগ্রণী ভূমিকা রাখেন। দায়িত্ব পালন করছেন সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা পরিচালনার।
আব্দুর রশিদ বলেন, এলাকার মানুষের দাবি, আমি যেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিই। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো এবং ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ আমি উপহার দিবো। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, আব্দুর রশিদকে সমর্থন দিলে সদর উপজেলা আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে। পাশাপাশি সদর উপজেলা হবে মডেল উপজেলা।

Post Top Ad

Responsive Ads Here