নাহিদ হোসেন নাটোরপ্রতিনিধি:নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ৮ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে লালপুরের হাফিজ-নাজনীন ফাউন্ডেশন।এর মধ্যে ৩ হাজার কম্বল ও ৫ হাজার সোয়েটার, মাফলার ও টুপি রয়েছে।
বুধবার (১৬ জানুয়ারী) সকাল থেকে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, বিলমাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিলমাড়ীয়া মডেল একাডেমী মাঠে ও দুড়দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দু:স্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কামরাঙ্গীর চর আওয়ামী লীগের সহ সভাপতি ও লালপুরের আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আনিছুর রহমান।এর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সমাজিক সংগঠণের মাধ্যমেও শীতবস্ত্র বিতরণ করে হাফিজ-নাজনীন ফাউন্ডেশন।
আলহাজ্ব আনিছুর রহমান জানান, হাফিজ-নাজনীন ফাউন্ডেশন গত এক মাসে লালপুর ওবাগাতিপাড়া উপজেলার
১৬টি ইউনিয়নের হত দরীদ্র মানুষের মাঝে আট হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সংস্থাটি বাইরের কোন অনুদান ছাড়াই গত ৫ বছর যাবত আসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। ইতি মধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের ও স্থানীয় মসজিদ মাদ্রাসায় অনুদান দেওয়া হয়েছে।ভবিস্যতেও এধরনের উদ্যাগ অব্যাহত থাকবে।