জাহিদ হাসান,সরিষাবাড়ী( জামালপুর)প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরর সরিষাবাড়ীতে ২০১৮-১৯ অর্থ বছর রাজস্ব অর্থায়ন বাস্তবায়িত প্রর্দশনীভুক্ত ধান,গম,ভুট্রা,পেয়াজ,বেগুন চাষী ১৬০ জন কৃষকদের প্রশিক্ষন দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার কৃষি সম্প্রসারন অধীদপ্তর জামালপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষনে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য রাখন। প্রশিক্ষক হিসাবে কৃষিবীদ ড.হযরত আলী প্রশিক্ষন প্রদান করন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সাবিহা ইয়াসমীন উপস্থিত ছিলন।