মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রাতনিধি:আগামী শনিবার রাঙামাটিতে শুরু হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবার ২য় রাউন্ড রাঙামাটি জেলা-উপজেলার মোট ৭৮ হাজার ৮০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার সকালে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার এ সব কথা বলেন।
সিভিল সার্জন ডা. শহীদ তালুকদা আরও বলেন, রাঙামাটি জেলার ১০টি উপজেলা ও দুইটি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬৪ শিশুকে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ৭৪১ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানে হবে। আর এসব ক্যাম্পেইনের পরিচালনা করার জন্য ২ হাজার ২০১ জন স্বেচ্ছাসেবী কর্মরত থাকবেন। এছাড়া ৪২৯ জন মাঠকর্মী ও ২৪১ জন তদারককারী নিয়োজিত থাকবেন।
এ সংবাদ সম্মেলনে রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকসুদ আহমেদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা উপস্থিত ছিলেন।

