আগামী শনিবার রাঙামাটিতে শুরু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১৬, ২০১৯

আগামী শনিবার রাঙামাটিতে শুরু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রাতনিধি:আগামী শনিবার রাঙামাটিতে শুরু হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবার ২য় রাউন্ড রাঙামাটি জেলা-উপজেলার মোট ৭৮ হাজার ৮০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 


বুধবার সকালে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার এ সব কথা বলেন।

সিভিল সার্জন ডা. শহীদ তালুকদা আরও বলেন, রাঙামাটি জেলার ১০টি উপজেলা ও দুইটি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬৪ শিশুকে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং  ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ৭৪১ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানে হবে। আর এসব ক্যাম্পেইনের পরিচালনা করার জন্য ২ হাজার ২০১ জন স্বেচ্ছাসেবী কর্মরত থাকবেন। এছাড়া ৪২৯ জন মাঠকর্মী ও ২৪১ জন তদারককারী নিয়োজিত থাকবেন।

এ সংবাদ সম্মেলনে রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকসুদ আহমেদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here