ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জেলা আ’লীগের সহ-সভাপতি সাদেকুজ্জামান মিলন পাল।
ফরিদপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জেলা আ’লীগের সহ-সভাপতি সাদেকুজ্জামান মিলন পাল।
তিনি এর আগে ডিগ্রিচর ইউনিয়নের ১৯৮৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বারবার স্বর্ণ পদক প্রাপ্ত সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিগত দিনে চেয়ারম্যান থাকা অবস্থায় কোন দুর্নীতি বা কোন অনিয়ম তাকে ছুতে পারেনি। তিনি সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছিলেন।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে মিলন পাল বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের উন্নয়নের রুপকার সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি সাহেব যদি আমাকে মনোনয়ন দেন, আর আমি যদি নির্বাচিত হতে পারি তবে আমি সদর উপজেলাকে একটি দেশ সেরা উপজেলা হিসেবে গড়ে তুলবো। সাধারণ মানুষ কোন কাজে এসে কোন সরকারী দপ্তরে কোন রকম হয়রানি শিকার হবে না। তিনি আরো বলেন আমি চেয়ারম্যান থাকাকালিন সময়ে ডিগ্রিচর ইউনিয়ন ও উপজেলা সদরের অনেক উন্নয়ন কর্মকান্ডে শরিক হয়েছি বিগত দিনে। আর উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে সেই ধারা অব্যাহত রাখতে আমাকে ফরিদপুর সদর উপজেলা বাসি সমর্থন দিবেন এই আশা রাখি।

