মেহের আমজাদ,মেহেরপুর-শারিরীক অসুস্থতা ও বয়স জনিত কারণ দেখিয়ে রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন লেঃ কর্ণেল (অবঃ) সামসুল ইসলাম সামস্।
তিনি মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর শহরস্থ স্টেডিয়াম পাড়ার নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ওই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, শারীরিক অসুস্থতা ও বয়স জনিত কারণে সংগঠনের গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করা মোটেও সম্ভব না। যে কারণে জেলা ব্এিনপি’র সহ-সভাপতি ও সাধারণ সদস্যপদ সহ রাজনৈতিক সকল কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আজকের এই সংবাদ সম্মেলনের পর থেকে আমার কোন রাজনৈতিক পরিচয় থাকবে না। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

