ফরিদপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের এক সদস্য আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

ফরিদপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের এক সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের সালথা উপজেলায় যুগিকান্দা গ্রামে অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাবের একটি দল। বুধবার দিবাগত রাত ০১টার দিকে তাকে আটক করা হয়। 
 
ফরিদপুর র‌্যাব কাম্পের কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার যুগিকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের মোঃ রাজীব হোসেন (১৯) নামে একজনকে আটক করা হয়।  এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট জব্দ করা হয়। তিনি বলেন অভিযুক্ত মোঃ রাজীব হোসেন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একটি ওয়েব পেইজ চালু করে। ইতিমধ্যে বিভিন্ন এসএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলক ভাবে নিজের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয় সে। 
এদিকে আটককৃত ব্যক্তিকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here