হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, সাবেক চেয়ারম্যা একে এম আছকির মিয়া, দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, সহকারী শিক্ষক নজির উদ্সাদন, খাওয়াত উল্লাহ মারুফ,গুলজার আহমদ, মো.টিপু সুলতান, ওমর আলী, আল আমিন, লাভলি সুলতানা, রেহানা আক্তার, অনামিকা দে উমা, জুমেনা আক্তার, মর্জিনা আক্তার প্রমুখ।

