দোয়ারাবাজা‌রে দেওয়ান তানভীর আশরা‌ফী চৌধুরী বাবু'র গণসং‌যোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

দোয়ারাবাজা‌রে দেওয়ান তানভীর আশরা‌ফী চৌধুরী বাবু'র গণসং‌যোগ

হারুন অর রশিদ -জাতীয় সংসদ নির্বাচন  সম্পন্ন হওয়ার পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ফেব্রুয়ারী মাসে তফশিল আর মার্চে নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশন এমন আভাস দিয়েছেন।

 ঘোষনার পর থেকে প্রচারণায় দোয়ারাবাজার উপজেলায় আ,লীগের সম্ভাব্য উপজেলা  চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থীরা। তারা স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়িয়েছেন এবং দলীয় মনোনয়নের জন্য আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেছেন অনেক মনোনয়ন প্রত্যাশীরা।

আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতিমধ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও কর্মী সমর্থকদের সাথে নিয়ে
আসন্ন দোয়ারাবাজা‌র উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  জাতীয় অধ্যাপক ও দার্শ‌নিক প্রয়াত দেওয়ান আজরফ চৌধুরী'র সুযোগ্য উত্তরসূরী,প্রগতী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সভাপতি, উদীয়মান যুবনেতা দেওয়ান তানভীর আশরাফী  চৌধুরী বাবু দিনব্যা‌পি গণসং‌যোগ ক‌রে‌ছেন। বুধবার উপ‌জেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বাজার,বংগবন্ধু বাজার,কড়ালী মিনা বাজার, মান্নারগাঁও ইউ‌নিয়‌নের শ্যামলবাজার, কাটাখালী বাজার সহ বি‌ভিন্ন এলাকায় তি‌নি গণসং‌যোগ ও পথসভা ক‌রেন। বি‌ভিন্ন পথসভায় তি‌নি ব‌লেন‌,
আসন্ন  দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। উপজেলা  চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, মন্দির, পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে চান।এছাড়াও মাদকদ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চান।তিনি আরও বলেন, উপজেলার সকল ইউনিয়নে অসংখ্য অসহায়-বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর পাশাপশি তাদের সার্বিক উন্নয়ন কাজ করতে চাই।

এজন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেছেন, আমি দোয়ারাবাজারের সন্তান, এই উপজেলায় আমার জন্ম আর এই উপজেলার সাধারণ জনগনের কল্যাণে কাজ করা আমার দায়িত্ব, আর এই দায়িত্ববোধ থেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই,যদি আমার দল আমাকে মনোনয়ন প্রদান করেন তবে নির্বাচন করতে চাই । বর্তমান সরকার এবং মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের নির্দেশনায় দোয়ারাবাজার উপজেলাকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যেতে চাই।এসময় তিনি সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
আ‌মি নির্বা‌চিত হ‌লে উপ‌জেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষা, চি‌কিৎসাসেবার উন্নয়নসহ সুরমা নদী‌তে সেতু নির্মাণ অগ্রগ‌তি ত্বরান্বিত কর‌া হবে। আগামী নির্বাচ‌নে সক‌লের সহ‌যো‌গিতা ও সমর্থন প্রত্যাশা ক‌রি।
গণসং‌যোগকা‌লে অন্যান্য‌দের ম‌ধ্যে তার স‌ঙ্গে ছি‌লেন, যুবলীগ নেতা  ইউ‌পি সদস্য আবুল মিয়া, আইনউদ্দিন,ফয়জুল হক, গৌছ আলী, রঞ্জু মিয়া, মছন নুর আলী, আমীর শাহ, তাজুদ আলী, বরুন দাস, মলয় দাস মোহন, র‌নি দাস, সুন্দর আলী, আবুল খ‌য়ের, বকুল মিয়া,সাংবাদিক এম এ করিম লিলু প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here