নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী মাসুদ কাউন্সিলরসহ ১০ আসামী রিমান্ডে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান মাহমুদ, আমলী আদালত, লালপুর-বাগাতিপাড়া, নাটোর বুধবার বিকেলে তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
আসামীরা হলেন গোপালপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ রানা, মো.মঞ্জু , মোস্তাফিজুর রহমান মুস্তাক , মো.বিকি , মো.মানিক , মো.জীবন, মো: ডাবলু, মো: কালা মানিক, মো: আরাফাত ও বরাত আলী।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম জুয়েল রিমান্ডের বিষয়টি নিশ্চি তকরেন।
গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় দুর্বৃত্তরা যুবলীগ নেতা জাহারুল ইসলামের (৩২) হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের অন্যান্য স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে পালিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে নিহতের ভাই রেজাউ করিম বাদী হয়ে ২৯ নভেম্বর লালপুর থানায় হত্যা মামলা করেন।

