আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের চুনারুঘাটে মরণ নেশা ইয়াবাসহ সবুজ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আলী আজহারসহ একদল পুলিশ তার শশুর বাড়ি ৪নং শানখলা ইউনিয়নের নিজ মাগুরুন্ডা থেকে মরণ নেশা ইয়াবাসহ গ্রেফতার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী, সবুজ মিয়া উপজেলার পাইকুড়া গ্রামের মহিব উল্লার পুত্র।এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আজমিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান আটককৃত সবুজ বি-বাড়ীয়া সীমান্ত এলাকা থেকে মাদকের ব্যবসার উদ্দেশ্যে ইয়াবাহ নিয়ে হবিগঞ্জে তার শশুর বাড়ি মাগুরুন্ডায় আসছে । খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুুুুলিশ উক্ত এলাকায় অভিযান চালিয়ে সবুজকে আটক করে।

