নাটোর প্রতিনিধি: নাটোরের স্থানীয় পর্যায়ের তিনটি বেসরকারী সংঠনের সাথে প্লাটফরমস্ ফর ডায়লগ (পিফরডি) প্রকল্পের কার্যক্রম পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় শহরের স্টেশন রোডস্থ কমিউনিটি রিসোর্স সেন্টার (সিআরসি) সম্মেলন কক্ষে সিআরসি সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. গোলাম রাব্বি। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর নিলুফার আক্তার বানু, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর অমর ডি কস্টা, তিন সংগঠন যথাক্রমে চলন্তিকা গণ পাঠাগারের সেক্রেটারী মো. শিবলী সাদিক, স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারভিন আক্তার, উত্তরা উন্নয়ন সংস্থার সভাপতি মো. ফারুক আহমেদ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
