বড়াইগ্রামে ৭৯ পিচ ফেনসিডিল সহ বাসযাত্রী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২০, ২০১৯

বড়াইগ্রামে ৭৯ পিচ ফেনসিডিল সহ বাসযাত্রী আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ রবিবার দুপুর ১২টার দিকে ৭৯ পিচ ভারতীয় ফেনসিডিলসহ আলকেস আহমেদ (৩০) নামে এক বাসযাত্রীকে আটক করেছে।

 সে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ রামচাঁদ শিকারী এলাকার জিল্লুর রহমানের ছেলে। 
থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বনপাড়া-ঢাকা মহাসড়কের মাঝগাঁও লাথুরিয়া এলাকায় যানবাহনের নিয়মিত তল্লাশী চালানোর সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস থেকে ফেনসিডিলসহ আলকেসকে আটক করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট সারোয়ার জাহান ও সঙ্গীয় ফোর্স। 
আটককৃত আলকেসকে মাদক আইনে মামলা প্রদান করে  নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here