বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের মধ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় ১২০জন দরিদ্রদের মধ্যে ঢেউটিন ও ৩হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলার ১২০ জন দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩হাজার টাকার চেক দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিন ও চেক দরিদ্রদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. আবুল কালাম আজাদ. আসাদুজ্জামান মিন্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, অফিস সহকারী একে আজাদ প্রমুখ।