ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় দশ বছরের করাদন্ডাদেশ দিয়েছে বিশেষ জজ আদালত। সে সাথে ৬৬ লক্ষ ৪২ হাজার ৩৫ টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশের রায় প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর এর বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের (প্রধান কার্যালয়) উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক ২০০০ সালের ২১ মার্চ তারিখে ফরিদপুর কোতয়ালী থানায় রূপালী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স মহসিন এন্ড ব্রাদার্স এর মালিক মো. মহসিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার আইনজীবী এস এম কায়সার জানান, ৪০৬ ও ৪২০ ধারায় মহসিন মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ার আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।
দন্ডবিধি ৪০৬ ধারায় দোষী সাব্যস্থ করে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৬৬ লক্ষ ৪২ হাজার ৩৫ টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনে ৪২০ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক।
সাজাপ্রাপ্ত মো. মহসিন মিয়া ফরিদপুর সদর উপজেলার ব্রাহ্মণকান্দার মো. দোলোয়ার হোসেন মিয়ার ছেলে।