মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরের পল্লীতে আম গাছের চাপা পড়ে মোহাম্মদ বাদশা (১২) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সুবিধপুর গ্রামের খান পাড়ায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বাদশা একই গ্রামের আব্বাস আলীর ছেলে। সে স্থানীয় সুবিধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আব্বাস আলী বাড়ির পাশের একটি বাগানের গাছের খড়ি কিনেছিলেন। সেই গাছ কাটার সময় ছেলে বাদশাকে নিয়ে তিনি খড়ি গুছিয়ে রাখছিলেন। এসময় একটি আমগাছ হঠাৎ করে নিচে পড়ে গেলে বাদশা সেই গাছের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এদিকে গাছ চাপা পড়ে এ ধরণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।

