জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮/১৯ সেশনের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে মিছিলটি জয় বাংলা ভাষ্কর্যের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে গাহি সাম্যের গান মঞ্চে এসে শেষ হয়। স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন অগ্নিবীণা হল ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দোলনচাপা হল ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন অনুষদের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ। এ সময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে গাহি সাম্যের গান মুক্তমঞ্চ।

