নিহতের একদিন পর সেই ১৩ জনের লাশ জলঢাকায় পরিবারের কাছে হস্তান্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ২৭, ২০১৯

নিহতের একদিন পর সেই ১৩ জনের লাশ জলঢাকায় পরিবারের কাছে হস্তান্তর

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ
কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে নিহত ১৩ জনের লাশ একদিন পর নীলফামারীর জলঢাকায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন।

 শনিবার(২৬শে জানুয়ারি) সকালে স্বজনদের কাছে মৃতদেহ গুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু করেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।এর আগে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি কর্নময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃতদেহগুলো হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করে জলঢাকা উপজেলা প্রশাসন।
এ সময় প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ১টি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজা উদ দৌলা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুভাশিষ চাকমা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়, শিমুবাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল হক,মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুকুম আলীসহ এলাকাবাসী ।
নিহতদের পরিবার সুত্রে জানা যায়, সকালে শিমুলবাড়ি ও মীরগঞ্জ এলাকায় লাশ নিয়ে আসা হয় কাভার্ড ভ্যানে।পরে একে-একে সকলেই তাদের স্বজনদের মরদেহ বুঝে পান। নিহতের পরিবার তাদের স্বজনদের মরদেহের বাকি কাজগুলো নিজ-নিজ ধর্মের নিয়ম অনুযায়ী আজই সম্পন্ন করবেন বলে জানান।
পাশাপাশি দুই ইউনিয়নের ১৩টি তাজা প্রাণ এভাবে শেষ হয়ে যাবে তা মেনে নিতে পারছেন না কেউ।
হতদরিদ্র পরিবার গুলোর উপার্জনকারী ব্যক্তি ছিলেন তারা।
ওইসব এলাকার একাধিক এলাকাবাসী জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, সরকার নিহতদের পরিবারের পাশে যেনো দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন ।এবং এমন ভাবে যেনো তাদের সাহায্য করা হয় যাতে করে ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলোর আর্থিক স্বচ্ছলতা ফিরে পান।
উল্লেখ্যঃ শুক্রবার(২৫শে জানয়ারি) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে ইট ভাটায় কয়লা বোঝাই ট্রাকচাপায় নিহত হন ১৩ জন শ্রমিক। তাদের সবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। নিহতদের মধ্যে মীরগঞ্জ ইউনিয়নের ৯ জন ও শিমুলবাড়ি ইউনিয়নে ৪ জন ।
নিহতরা হলেন- মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায়, মানিক চন্দ্র রায়ের ছেলে তরুণ চন্দ্র রায়, কিশব চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায়, অমল চন্দ্র রায়ের ছেলে দিপু চন্দ্র রায় ও কামাক্ষা রায়ের ছেলে অমিত চন্দ্র রায়, পাঠানপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোরসালিন হোসেন, ফজলুল করিমের ছেলে মাসুম হোসেন, জাহাঙ্গির আলমের ছেলে সেলিম হোসেন ও রামপ্রাসাদের ছেলে বিপ্লব রায় এবং শিমুলবাড়ি ইউনিয়নের আরাজি শিমুলবাড়ি এলাকার অমুল্য চন্দ্র রায়ের ছেলে মনোরঞ্জন রায়, মৃত. জগদিশ চন্দ্র রায়ের ছেলে মিনাল চন্দ্র রায়, ধৌলু চন্দ্র রায়ের ছেলে কনক চন্দ্র রায়, রাজবাড়ি এলাকার মৃত. খোকা রাম রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় ।

Post Top Ad

Responsive Ads Here