মেহের আমজাদ,মেহেরপুর-বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
গতকাল সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি চত্বরে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে মেলায় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য ও সরকারের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি সমূহ প্রদর্শনী চাষীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

