উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধনের মাধ্যমে বেলকুচিতে নতুন এমপি'র কার্যক্রম শুরু হয়।
সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন ভিত্তি প্রস্তর স্থাপন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সকল এজেন্ডা বাস্তবানে সকলকে যার যার অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে আহ্বান জানান তিনি প্রধান অতিথিরর বক্তব্যে এসব কথা বলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলরুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে,এম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম,গোলাম রেজা, উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন,বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী এন,জিও কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।

