দোয়ারায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংর্ঘষে আহত-১৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৯

দোয়ারায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংর্ঘষে আহত-১৫

দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজারে জমি দখল নিয়া দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত১৫ জন। উভয় পক্ষের গুরুতর আহত ৯জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সুরমা ইউনিয়নের ভুজনা  গ্রামের কালিকাপুরের আব্দুর রশিদের পুত্র জয়নাল আবেদিন ও ইছাক আলীর পুত্র আব্দুন নুরের মধ্যে এঘটনাটি ঘটেছে। আহতরা হলেন আব্দুন নুর(৬৫), মুয়াজ্জিন হোসেন(৩২),মিনার হোসেন(১৮),মনির হোসেন(২৪),শামীম আহমদ(৩৫),মনির হোসেন(২৪),  দিলারা বেগম(৪০), আলী হোসেন(৩০), জয়নাল আবেদিনের পক্ষের কবির আহমদ(৪০), ফরিদ মিয়া(৩৫), হাছেন মিয়া(৩২), মোয়াজ্জম হোসেন(১৩),কুদ্দুছ মিয়া(৩৫)। এব্যপারে জয়নাল আবেদিন বলেন, আমার ভাই তাজুল ইসলামের ক্রয়কৃত জায়গা তারা জোর পুর্বক দখল করে আমাদের রোপনকৃত বোর ধান ক্ষেত উটাইয়া নষ্ট করিতে থাকে। এসময় আমরা বাধাদিলে তারা দা রামদা দিয়া আক্রমন করে।

এব্যাপারে আব্দুন নুর বলেন, আমাদের আমাদের ৪০ বছরের দখলিয় জায়গা তারা জোর করে দখল করার জন্য লাটি সোটা নিয়া আমাদের উপর আক্রমন করে। আমাকে সহ আমার ৩ ছেলে বাতিজা চোট ভাইয়ের বউ তার তার সহ মোট ৭ জন কে আক্রমণ করে আমরা সবাই মৃত্যু ঝুকিতে আছি।
এব্যপারে দোয়ারা থানার ওসি তদন্ত বেলায়েত হোসেন বলেন, উভয় পক্ষের লিখত অভিযোগ পাইছি তদন্ত সাপেক্েেষ আইনানোগ ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here