মেহের আমজাদ,মেহেরপুর- দৃষ্টিনন্দন আল্পনায় মেহেরপুরের ফুটপাত রাঙ্গিয়ে দিলো শিক্ষার্থীরা। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আল্পনা আকাঁর উদ্যোগটি নেয় মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহযোগীতায় ছিলেন সুফিয়ান আর্ট। গতকাল রোববার দুপুরে ফুটপাতে আল্পনা আকাঁতে শুরু করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়,যখন সড়কের একটি অংশে অর্থাৎ বিশেষ করে শহর এলাকায় ফুটপাত থাকে সেটি হলো জন সাধারনের চলাচলের জন্য। কিন্তু অনেক হর্কাসরা বিভিন্ন রকমের ব্যবস্যা নিয়ে মেহেরপুর শহরের ফুটপাতে বসে । এতে জন সাধারনের চলাচলের অনেক সমস্যা হয়। এই জন্য জনগনকে সচেতন করার জন্য আমরা ফুটপাত ফাঁকা রাখার এই ধরনের উদ্যোগ নিয়েছি। আমরা চাই মেহেরপুরের সকল ফুটপাত উন্মুক্ত থাক। এসময় আলপনা আঁকতে দেখা যায় সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নেহা, আসমা, আয়েশা, মাসুমা, সামিয়া, জুই, নিগার, মনিকা, প্রেমা, শ্রাবনীসহ প্রায় ২০-২৫ জন ছাত্রী।
বিদ্যালয়ের এক শিক্ষক জানান, আল্পনার কাজ চলাকালিন যাতে ফুটপাতে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকে সেই জন্য একটি ভলান্টিয়ার দল করে দেওয়া হয়েছে। আর সহযোগীতার জন্য সুফিয়ান আর্ট স্বেচ্ছায় এ কাজের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলে সুফিয়ান আর্টকে সহযোগিতার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

