ঘাটাইলে ব্যাপক গণসংযোগে আ’লীগ মনোনয়ন প্রত্যাশি আরিফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ২৮, ২০১৯

ঘাটাইলে ব্যাপক গণসংযোগে আ’লীগ মনোনয়ন প্রত্যাশি আরিফ

টাঙ্গাইল প্রতিনিধি- একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই উপজেলা নির্বাচনের তফশীল ঘোষনার আগেই ঘাটাইলে শুরু হয়ে গেছে নির্বাচনের ডামাডোল। সে ক্ষেত্রে শুরু হয়ে গেছে আগে কে ভোটারের কাছে পরিচিত হবে তার প্রার্থীতা জানান দিতে ।

এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুক থেকে শুরু করে ঘাটাইল উপজেলার রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে শুভেচ্ছা সম্মলিত বিলবোর্ড ব্যানার, বিভিন্ন ধর্মীয় উৎসবে উপস্থিত হয়ে প্রার্থীতার কথা জানাতে বিভিন্ন চায়ের দোকান, মুদির দোকান, হাটবাজার সহ ১৪ টি ইউনিয়নে আসন্ন উপজেলা নির্বাচনের আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। সে দিক থেকে আওয়ামীলীগের রাজানীতিতে পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি মোহাম্মদ আরিফ হোসেন একজন যোগ্য প্রার্থী হিসেবে ঘাটাইলের জনগণ মনে করেন। তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বর্তমান সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারন সম্পাদক উপজেলা বর্তমান সফল ভাইস চেয়ারম্যান সবার আস্থাভাজন ব্যক্তি। তিনি তরুণ প্রজন্মের জনপ্রিয় লোক। তিনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ে জোর চেষ্টা চালচ্ছে।

উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি আরিফ বলে, আমি জীবনের বিশটি বছর রাজপথে মুজিব আদর্শের ঝান্ডা হাতে নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি যে কোন বিপদে সাধারন মানুষের পাশে থাকতে এতটুকু কুন্ঠিত হয় না। আর আমি যদি আওয়ামীলীগের মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী নির্বাচনে বিজয়ী হলে ঘাটাইলের জনগনকে নেশামুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত ঘাটাইল ও নৃতাত্বিক জনগোষ্ঠির স্বার্থের দিকে নজর দিয়ে তাদের হয়ে কাজ করবো। 

Post Top Ad

Responsive Ads Here