দোয়ারায় মুক্তিযুদ্ধার বাড়ি দখল ও মুক্তিযুদ্ধাকে মারপিটের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, January 17, 2019

দোয়ারায় মুক্তিযুদ্ধার বাড়ি দখল ও মুক্তিযুদ্ধাকে মারপিটের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারাবাজার উপজেলায় এক মুক্তিযুদ্ধাকে মারপিট করে বাড়ি দখলের অভিযোগ পাওয়াগেছে।

 গত বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়নের মহববতপুর গ্রামে মুক্তিযুদ্ধা নুরুল ইসলামের পুরাতন বাড়িতে। অভিযোগের ভিত্তিতে জানা যায় বুধবার সকালে মহব্বতপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র ফয়সল মিয়া,ফরহাদ মিয়া,জুয়েল মিয়া, আব্দুল মালেকের পুত্র বাহার উদ্দিন ও ইমন আলীর পুত্র ছয়ফুল মিয়া, আহমদ আলী সহ সকলে মিলে মুক্তিযুদ্ধার বাড়িতে জোর পুর্বক বাড়ির বাঁশ গাছ কাটছিল এসময় মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম বাঁধা দিলে তাকে সবাই মিলে বেদরক মারপিট করে। এসময় তার সুর চিৎকার সুনে আশ পাশের লোকজন এসে তাকে প্রানে রক্ষা করেন। 
এব্যাপরে মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম বলেন, মহব্বতপুর গ্রামে আমার রেকর্ডিয় বাড়ি আমি বাড়িটি বিক্রি করছিলাম গ্রামের মন মালার কাছে ১০লক্ষ টাকায় বিক্রি করার জন্য ইতি মধ্যে ৫ লক্ষ টাকা বায়না নামাও করেছি। এখন তারা  আমার লাগানো বাঁশ, গাছ তারা জোর পুর্বক কাটছিল এসময় আমি বাঁধা দিলে তারা সবাই মিলে আমাকে মাটিতে ফেলে শাপল কুড়াল দা দিয়ে বেদরক মারপিট করেছে। 
অভিযো ফরহাদ মিয়া বলেন, আমরা বাবায় ৩৫/৪০ বছর আগে রেকর্ডিয় মালিকের কাছ থেকে বাড়িটি কিনেছেন। আমরা ঘটনার ব্যাপারে কেউ জানিনা আমরা কেউ বাড়িতও ছিলামনা মুক্তিযুদ্ধাকে আমরা কেউ মারিনাই। 
এব্যপারে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, মুক্তিযুদ্ধা নুরুল ইসলারে দেয় অভিযোগ পাইছি সাথে সাথে ঘটনার স্থলে তদন্তের জন্য অফিসার পাটানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানোগ ব্যাবস্থ নেয়া হবে।

No comments: