ফরিদপুরের কৃষ্ণনগরে স্ত্রীকে মেরে বাবার বাড়ী ফেলে রেখে গেলেন ঘাতক স্বামী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৯

ফরিদপুরের কৃষ্ণনগরে স্ত্রীকে মেরে বাবার বাড়ী ফেলে রেখে গেলেন ঘাতক স্বামী


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে স্ত্রীকে মেরে তার বাবার বাড়ী ফেলে রেখে গেলেন ঘাতক স্বামী। নিহত ওই নারীর নাম নাসিমা বেগম(৩০)। 

সে কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের সজল সরদারের মেয়ে। আর ঘাতক স্বামীর নাম রাসেল মুতুব্বর। তার বাড়ী মহারাজপুর এলাকায়।     

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান, বৃহস্পতিবার সকালে ওই পরিবার থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে। তিনি বলেন পরিবার থেকে জানতে পেরেছি তার স্বামী ভোর রাতে তাকে মেরে মেয়েটির নিজ বাড়ীতে ফেলে রেখে চলে যায়। ঘড় থেকে বাইরে নাসিমার আওয়াজ শুনে তার মা আসিরুন বেগম বাইরে বের হলে উঠানে মেয়েকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। এর ভিতর নাসিমা মৃত্যুর কোলে ঢলে পরে। এরপর সেখানে গিয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। 

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Post Top Ad

Responsive Ads Here