হারুন অর রশিদ দোয়ারাবাজার-‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে পালিত হয়েছে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯। এ উপলক্ষে দোয়ারাবাজার থানার উদ্যোগে ২৮জানুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি বের হয়।
উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তৌফিক এলাহী খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরউল্ল্যাহ,থানার ওসি(তদন্ত)বেলায়েত হোসেন, এসআই আবু বকর সিদ্দিক,মনিতোষ পাল,হাবিবুর রহমান, আমিরুল ইসলাম, এএসআই শিবলু মজুমদার, বজলুল করিম,রাজ্জাক চৌধুরী, কবির আহমেদ,নারী কনস্টেবল তানিয়া আক্তার,সুচনা আক্তারসহ থানার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।